parbattanews

মহেশখালীর মাতারবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন


মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে বেগম রোকেয়া নারী জাগরণ ও নবজীবন নারী সংগঠনের যৌথ উদ্যোগে ৩০ সেপ্টম্বর জাতীয় কন্যাশিশু দিবস-২০১৭ পালিত হয়েছে। নানা কর্মসূচী মাধ্যমে এবছর দিবসটি উদযাপিত হচ্ছে।

এবারের প্রতিপাদ্য কন্যাশিশুর নিরাপদ, সমৃদ্ধ করবে বাংলাদেশ। কন্যাশিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আহবান জানানো তথা তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এই প্রতিপাদ্য খুবই তাৎপর্যপূর্ণ বাংলাদেশে বর্তমানে শিশু- কিশোর সংখ্যা ৩ কোটি ২০ লাখ (মোট জনগোষ্ঠী৪৫ শতাংশ) যাদের ৪৮ শতাংশই কন্যাশিশু। এ কন্যাশিশুরাই আগামী দিনের নারী, ভবিষ্যৎ প্রজন্মোর নিয়ামক শক্তি। কারণ ভবিষ্যত প্রজন্ম গড়ে ওঠে একজন মা’ কে কেন্দ্র করে। তাই নিরাপত্তা নিশ্চিত করে মানসম্মত শিক্ষা ও পুষ্টি – সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে কন্যাশিশুদের গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্টানের সভাপতিত্ব করেন বেগম রোকেয়া নারী জাগরণ সংগঠনের সভাপতি ডা. রোজি খাঁন, অনুষ্টান সঞ্চালনায় বেগম রোকেয়া নারী জাগরণ সংগঠনের সাধারণ সম্পাদক মুবিন আরা বেগম, প্রধান অথিতির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের সদস্যা ও মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মশরফা জন্নাত,বিশেষ বক্তা যথাক্রমে চট্টগ্রাম অঞ্চলিক নেত্রী শাহেনা বেগম, বিকসিত নারী নেটওর্য়াক হাসিনা,জোসনা বেগম, নবজীবন সংগঠনের রেহেনা বেগম,সাধারণ সম্পাদক শাহীন মোস্তাফা,সভানেত্রী নবজীবন নারী উন্নয়ন সংগঠনের মাসুকা আক্তার,ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী জিয়া উদ্দিন আহমদ,বেগম রোকেয়া নারী জাগরণ সংগঠনের মাঠকর্মী মুন্নি দাস, শিখা দাস, আখি দাস,কাউছার, রোকসা বেগম,আনোয়ারা হামিদ, ছারা বেগম, লাইলা বেগম, মিরাজু, ছেনুয়ারা, জোসনা বেগম, পলি, মুন্নি, হাসমত প্রমুখ।

Exit mobile version