parbattanews

মহেশখালীর সি বিচ এলাকায় আনছার উল্লাহর অপর্কম থেমে নেই

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর সি বিচ এলাকার বাগান পাহারাদার আনছার উল্লাহর অর্পকম থেমে নেই। সি বিচ এলাকার বাগান পাহাড়াদার আনছার উল্লাহ স্থানীয় মৃত গুনা মিয়া পুত্র। স্থানীয় নুরুল আজিম জানান, সেই দীর্ঘদিন যাবত ৯নং ওয়ার্ডের চরপাড়া বাগান পাড়াদার হিসাবে থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছে। এর মধ্যে বাগানের জায়গা দখল, প্যারাবন, ঝাউ গাছ কেটে বিভিন্ন অবৈধ পন্থায় বিক্রি করা যেন তার বৈধ কাজে পরিণত হয়েছে। তার এহেন কার্যকলাপের বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন মামলা হামলার ভয় দেখায়।

তার একটি সন্ত্রাসী দলবল নিয়ে অবৈধ অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বাগানে ঘোরা ফেরা করে বলে এলাকাবাসি জানায়। কোন পর্যটক গেলে তাদেরকে আটক করে বিভিন্ন হয়রানী ও মানহানী করে জোর পূর্বক চাঁদা আদায় করে থাকে। উল্লেখ থাকে যে রোববার সন্ধার সময় তার নিয়োগকৃত লোক প্যারাবন থেকে গাছ কেটে নিয়ে আসার সময় স্থানীয় গণ্যমান্য লোক জন ও ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলরসহ তাদেরকে আটক করে। পরে স্থানীয় বিট অফিসারের নিকট তাদেরকে হস্থান্তর করে। তার বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খোলার সাহস পাচ্ছেনা। এই অপর্কমের হোতার বিরুদ্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা ও থানা প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছে এলাকাবাসী ।

Exit mobile version