parbattanews

মহেশখালীর স্থগিত কেন্দ্রসহ সোনাদিয়া ও শাপলাপুরে উপ-নির্বাচন ৩১ অক্টোবর 

20160928_123128-1-copy

মহেশখালী  প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার স্থগিত বড় মহেশখালী ইউপি ও কুতুবজোম ইউনিয়নের ২নং ওয়ার্ড সোনাদিয়া ও শাপলাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপ নির্বাচনের তফশীল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। কক্সবাজার জেলা নির্বাচন অফিসার কর্তৃক ২৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি অনুযায়ী উপ নির্বাচনের সময়সূচির প্রজ্ঞাপন জারি করেন। উপজেলার ২ ইউনিয়নের ২টি ওয়ার্ডের উপ নির্বাচনে ঘোষিত তফশীল অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবরে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর বৃহস্পতিবার। মনোনিয়ন পত্র বাছাই ৭ অক্টোবর শনিবার, প্রার্থীতা প্রত্যাহার ১৪ অক্টোর শুক্রবার এবং ভোট গ্রহণ ৩১ অক্টোবর সোমবার।

উপ নির্বাচনের ঘোষনা হওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডে নতুন নির্বাচনে আলাপ আলোচনা ও নতুন জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। মহেশখালী উপজেলার নির্বাচন অফিসার ও শাপলাপুর, কুতুবজোম ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন- ১৬ এর রিটার্নিং অফিসারের কার্যালয়ের স্মারক ১৭.০৩.২২০০.৩৩৩.৪১.০০৬.১৫-৩৯১ মূলে মোহাম্মদ বেদারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা জায়। বড় মহেশখালী ইউনিয়ন পরিষদে নির্বাচন ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় এর স্মারক নং- ১৬-৪৮২ নং পত্রের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০ এর ৫ বিধির ক্ষমতাবলে বদলীজনিত কারনে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে স্থগিত নির্বাচন পরিচালনার জন্য সাবেক উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস এর স্থলে বর্তমান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম বড় মহেশখালী ইউনিয়নের ঐ কেন্দ্রের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলে জেলা নির্বাচন অফিসের ৩৯৬নং স্মারক মূলে জেলা নির্বাচন অফিসার মো: মোজাম্মেল হোছেন স্বাক্ষরিত পত্রে জানাযায়।

প্রসঙ্গত: কুতুবজোম ইউনিয়নের ২নং ওয়ার্ড সোনাদিয়ার আব্দুল গফুর নাগু মেম্বার সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে হত্যার শিকার হয়। অপরদিকে শাপলাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার শাহা আলম শারীরিক অসুস্থততায় মৃত্যুবরণ করলে এ দুটি সাধারণ আসনে পদ শুন্য হয়।

Exit mobile version