parbattanews

মহেশখালীর স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন ২টি কমিউনিটি ক্লিনিক

জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরো ২টি কমিউনিটি ক্লিনিক। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সরকারের এই প্রয়াস। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহেশখালীর পৌরসভায় “চরপাড়া ও বিকালে ছোট মহেশখালীর আদালা দুটি ক্লিনিক এর শুভ উদ্বোধন করেন সাংসদ আশেক উল্লাহ রফিক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডা: মোহাম্মদ মাহবুবুর রহমান- সিভিল সার্জন কক্সবাজার, মাহফুজুর রহমান- উপজেলা নির্বাহী অফিসার মহেশখালী, পৌর মেয়র মকছুদ মিয়া এবং মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহেশখালী।

অনুষ্ঠানে সাংসদ আশেক বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ হলো তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই কমিউনিটি ক্লিনিক স্থাপন করার ফলে সাধারণ মানুষ বিনামূল্যে ঘরে বসে চিকিৎসা সেবা পাচ্ছে।

চলমান মুজিববর্ষে চিকিৎসার পাশাপাশি দেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেনা সেই লক্ষে কাজ করে যাচ্ছে সরকার।

Exit mobile version