parbattanews

মহেশখালী দ্বীপে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের দূর্যোগ কবলিত দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে অনুষ্টিত হয়েছে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া। মঙ্গলবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় মাতারবাড়ি হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য অালহাজ্ব অাশেক উল্লাহ রফিক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক সফিকুল অালম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল অালম সাকিক, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার জেলা পরিষদ সদস্য মশরফা জন্নাত, মাতারবাড়ী ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি জিএম ছমি উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম অাবু হায়দার, মুক্তি কক্সবাজারের ফোকাল পার্সোন শওকত অালী প্রমুখ।

কক্সবাজার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) উপ-পরিচালক হাফিজ অাহমেদ ও মুক্তি কক্সবাজারের প্রকল্প সমন্বয়কারী মো. ফয়সাল বারীর সঞ্চালনায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র আয়োজনে অনুষ্ঠিত এ মাঠ মহড়ায় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

মহেশখালী দ্বীপটির চতুর পাশে সাগর ও পাহাড় থাকার কারণে বারবার দূর্যোগ কবলিত হয়। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সরকারের এই আগাম প্রস্তুতি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে পারে বলে মনে করেন আয়োজকগণ।

Exit mobile version