parbattanews

ভ্রাম্যমান আদালতের অভিযানে এক দোকানীকে জরিমানা

মহেশখালী নতুন বাজারের মুদি দোকান

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুনবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে রবি আলম (সওঃ) নামক এক মুদি দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৯ মে) বিকেল ৫টায় ক্রেতার অভিযোগের ভিত্তিতে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা এ অভিযান পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, নতুনবাজারের রবি স্টোরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলামের কাছে বেশ কয়েকজন ক্রেতা সুনির্দিষ্ট তথ্য প্রমান সহ অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ২৯ মে মহেশখালী উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ক্রেতাদের অভিযোগের শতভাগ সত্যতা পাওয়া যায়। ক্রেতাদের সাথে প্রতারনা ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয় ৷

পবিত্র রমজান মাসে ক্রেতাদের সাথে প্রতারনার দায়ে অভিযান পরিচালনা করলে স্থানীয় জনসাধারণ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই ৷

স্থানীয় জনসাধারণ চলমান অভিযান অব্যাহত রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান ৷

Exit mobile version