parbattanews

মাইকেল চাকমাকে উদ্ধারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি:

ইউপিডিএফ এর সংগঠক ও মুখপাত্র, শ্রমজীবী ফ্রন্ট (ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমাকে উদ্ধারের দাবিতে ঢাকা বিশ্বদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমজীবী ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

শুক্রবার সাড়ে ১১টায় শ্রমজীবী ফ্রন্টের সহসাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংহতি জানিয়ে বক্তব্য দেন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক ম-লীর সদস্য আব্দুস সাত্তার, ছাত্র গণমঞ্চের সভাপতি সাঈদ বিলাস, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা। সমাবেশ পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।

সমাবেশে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে যদি রাষ্ট্র মাইকেল চাকমার সন্ধান না দেয় তাহলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে  তোলা হবে।

সরকারের উদ্দেশ্যে ৪ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, মাইকেল চাকমার যদি কোন কিছু হয়, তাহলে এর সকল দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আমরা অবিলম্বে মাইকেল চাকমার মুক্তি দাবি জানাচ্ছি।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়। মিছিল টি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

Exit mobile version