parbattanews

মাইকে টাকা তুলে মসজিদ করতে হয় না বান্দরবানে: পার্বত্যমন্ত্রী 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, রাস্তায় মাইক দিয়ে টাকা তুলে মসজিদের কাজ করতে হয় না বান্দরবানে। এলাকার মসজিদ, মাদ্রাসা এবং বিহারগুলো সরকারি অনুদানের ব্যবস্থা করেছি। মসজিদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৪ডিসেম্বর) সকালে বান্দরবানের রেইছা এলাকায় দুটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৫০ লাখ টাকা ব্যয়ে রেইছা মসজিদের ২য় তলা ভবন নির্মাণ এবং মেঘলা এলাকায় ৪০ লাখ টাকায় টিটিসি জামে মসজিদ নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নের কথা ভাবেন। তাই শান্তিচুক্তির পর এখানকার উন্নয়নের দ্বার উম্মোচিত হয়েছে। বঙ্গবন্ধর যোগ্য কণ্যার কর্মী হয়ে আমি মানুষের সেবা করার কাজ করছি। অতীতে যেভাবে এলাকাবাসীর সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও মানুষের সাথে থাকব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (পিডি) মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, সহকারী নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবু খয় মারমা।

Exit mobile version