parbattanews

মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বনভোজনে বান্দরবানে বন্ধ থাকবে পর্যটকবাহী যান

স্টাফ রিপোর্টার:

বনভোজন করবে তাই বন্ধ থাকবে চাঁদের গাড়ীসহ পর্যটকবাহী সব ধরনের যানবাহন বলে জানিয়েছেন বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। আগামী ২৪শে মার্চ বান্দরবান মেঘলা পর্যটন কেন্দ্রে মাইক্রোবাস শ্রমিক ও মালিকদের বনভোজন করার এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে আগত পর্যটকরা দুর্ভোগে পরার সম্ভাবনা দেখা দিয়েছে।

শ্রমিক ইউনিয়নের সভাপতি জানান, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ও বান্দরবানের ব্রিগেড কমান্ডার বনভোজনে থাকার সম্মতি দেয়ায় তারা ২৪ মার্চ স্থানীয় চাঁদের গাড়ীসহ সকল প্রকার পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বান্দরবান-চট্টগ্রাম ও দুর পাল্লার সব ধরনের যান চলাচল করবে। এছাড়া যে সকল পর্যটক নিজস্ব গাড়ী নিয়ে আসবে তারা তাদের ইচ্ছেমত পর্যটন স্পটগুলোতে যাতায়াত করতে পারবে।

প্রসঙ্গত, বান্দরবানের পর্যটন স্পট নীলগিরি, নীলাচল, মেঘলা, শৈল প্রপাতসহ সকল পর্যটন কেন্দ্রে যাতায়াতের একমাত্র মাধ্যম চাঁদের গাড়ী ও মাইক্রোবাস।

Exit mobile version