parbattanews

মাউন্টেন বাইক প্রতিযোগিতায় মিজানুল আজম চ্যাম্পিয়ন

থানচি প্রতিনিধি:

মাউন্টেন বাইক প্রতিযোগিতা ন্যাশনাল টিমে মিজানুল আজম চ্যাম্পিয়ন, স্থানীয় বান্দরবান টিমে কাওসার উদ্দিন ২য় স্থান অধিকার করেছে। তাদেরকে ১ হাজার করে মোট দুই হাজার ডলার পুরস্কার দিয়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা।

৪৬তম বিজয় দিবসে ব্যতিক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয় এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব দ্বিতীয় বারের মতো ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা সাজেক পর্যটনে শনিবার সকাল সাড়ে ৯টায় সাজেক টু তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাংগামাটি ও বান্দরবান জেলা থানছি পর্যন্ত ৩শ কিলোমিটার মাউন্টের বাইক প্রতিযোগিতায় অংশ নেন ৫০জন পুরুষ ও ৩ নারী।

এই উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সোমবার সকাল ১০টায় থানচি সরকারি  উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগীদের স্বাগত জানান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, বান্দরবান থেকে সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ৫মিনিট থানচিতে পৌঁছে ন্যাশনাল টিমের মিজানুল আজম। পর পর ২মিনিটের ব্যবধানে পৌঁছে বান্দরবানে কাওসার উদ্দিন।

পুরস্কার বিতরণে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, উন্নয়ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নসীর উদ্দিন, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থানচি থানা অফিসার ইনচার্জ আব্দুল সাত্তার ভুইয়া, জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লামং মারমা প্রমুখ।

Exit mobile version