parbattanews

মাচায় ঝুলছে থোকায় থোকায় আঙুর

দীঘিনালায় একটি বাগানে ব্যাপক আঙুরের ফলন হয়েছে। মনে হয় আঙুরের ভারে নুয়ে পড়া লতাটা ছিঁড়ে যাবে।

বাগান মালিক জানান, এ বাগানে গত ২ থেকে ৩ বছর যাবত আঙুর উত্তোলন করছেন তিনি।

সরেজমিনে গত বুধবার (১৮ মে) উপজেলার হরি কুমার মহাজন পাড়ায় গিয়ে দেখা যায়, ওই বাগানে প্রচুর আঙুর। বাগানের পরিচর্যা করছেন, বাগানের মালিক বিভাস ত্রিপুরা।

বাগানের মালিক বিভাস ত্রিপুরা জানান, গত ৭ থেকে ৮ বছর পূর্বে উপজেলার সুধীর মেম্বারপাড়া থেকে চারা নিয়ে সখের বশে রোপন করি। গত বছর প্রায় বিশ কেজি আঙুর উত্তোলন করেছি। এবছরও প্রচুর ফলন এসেছে।

এ ব্যাপারে দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকি জানান, বিভাস ত্রিপুরার আঙুর বাগান আমি স্বচক্ষে দেখেছি। আঙুরের ফলন ভালো তবে স্বাদের বিষয়টি হলো খুবই টক। কিছু পরিচর্যা করার পরামর্শ দিয়ে এসেছি। সেভাবে কাজ করলে ভালো ফল পাবে।

Exit mobile version