parbattanews

মাঝে মাঝে হেরে যাওয়া ভালো: হার্দিক পান্ডিয়া

ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২এ সমতা বিরাজ করছিল। এরপর রবিবার রাতে অঘোষিত ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারতের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ক্যারিবীয়রা পৌঁছে যায় ১২ বল হাতে রেখে। ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা।

সিরিজ হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্দিক বলেন, ‘আমি উইকেটে আসার পরই আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি, সুযোগটা কাজে লাগাতে পারিনি।’ টসে জিতে আগে ব্যাটিং করেছিল ভারত। এই প্রসঙ্গে হার্দিক বলেন, ‘নিজেদের চ্যালেঞ্জে ফেলাই ছিল আমাদের লক্ষ্য।

এই ধরনের ম্যাচ থেকে শিক্ষা নিতে হয়। আমরা স্থির করেছিলাম, যেটা সব থেকে কঠিন, সেটাই করার চেষ্টা করব যাতে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করে তোলা যায়।’
হারের ইতিবাচক দিক খুঁজতে গিয়ে হার্দিক বলেন, ‘মাঝে মাঝে হেরে যাওয়া ভালো। কেননা হার থেকে অনেক কিছু শেখা যায়।

আমাদের খেলোয়াড়রা নতুন কিছু চেষ্টা করেছে। এটা প্রক্রিয়ার অংশ।’

Exit mobile version