parbattanews

মাটিরাঙার বড়নাল ইউনিয়ন পরিষদে অভিনব কায়দায় চুরি

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলাধীন বড়নাল ইউনিয়ন পরিষদে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। পরিষদ ভবনের কোন তালা না ভেঙেই পরিষদের ডিজিটাল সেন্টারে থাকা ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা, প্রিন্টার, এলজিএসপি ফাইল, ত্রাণ বিতরণের মাস্টার রোলসহ গুরুত্বপুর্ণ রেজিস্ট্রার ও নগদ অর্থ নিয়ে গেছে বলে জানা গেছে

বুধবার (২৭ মে) রাতে চুরির এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর।

বড়নাল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. ইব্রাহিম খলিল জানান, বুধবার রাতে কাজ শেষে অফিস বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালের দিকে আমাকে একজন ফোন করে জানায় অফিস খোলা। বিষয়টি জানার পর চেয়ারম্যানসহ পরিষদে এসে দেখি সবকিছু এলোমেলো।

বড়নাল ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আবুল বশর জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু লোক দীর্ঘদিন ধরে নানারকম ষড়যন্ত্র করে যাচ্ছে। তাকে বিপদে ফেলতেই পরিকল্পিতভাবেই অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত করার দাবী করেন।

বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর জানান, বিষয়টি তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়েছো। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Exit mobile version