মাটিরাঙায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

fec-image

টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালের দিকে মাটিরাঙা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী ও কণ্যা শিশুর ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় মাটিরাঙা উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।

মাটারাঙা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙা থানার পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী, নারী উদ্যোক্তা উম্মে সালমা রীমা, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী ফাহমিদা ইসলাম তাজিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক।

কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরে মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নারীদের জন্য নানা সুযোগ সুবিধার দুয়ার খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভাপতির বক্তব্যে মাটারাঙা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে। আমাদের মেয়েরা উবার, বাইক, ট্রেন চালাচ্ছে। যে নারী সাহসী না, সে কিছুই করতে পারবে না। নারীরা জন্মগতভাবে যোদ্ধা। সেই যোদ্ধা হয়েই আমরা প্রতিটা ক্ষেত্র জয় করতে চাই। সব ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে।

আলোচনা সভায় মাটিরাঙা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক-সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন