parbattanews

মাটিরাঙায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

পার্বত্য চট্টগ্রামে মৎস্য উৎপাদন ও সম্প্রসারন প্রকল্পের অধীনে বাধ নির্মানের মাধ্যমে মাটিরাঙ্গায় মৎস্য চাষের পরিধি বাড়ানো হয়েছে উল্লেখ করে মাটিরাঙা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেছেন, ফলে মাটিরাঙায় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

জাতীয় মৎস সপ্তাহ (১৮-২৪ জুলাই) উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী কয়েক বছরের মধ্যে স্থানীয় বাজারে চাহিদা মিটানোর পর মাছ রফতানী করা সম্ভব হবে বলেও জানান মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান। ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে মাছের হ্যাচারী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে মাটিরাঙা উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও মাটিরাঙায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version