parbattanews

মাটিরাঙায় তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণের উদ্বোধন

খাগড়াছড়ির মাটিরাঙায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী খামারি প্রশিক্ষণ শুরু হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ এ কর্মশালার উদ্বোধন করেন।

সোমবার (৮ জুন) বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের হলরুমে এ প্রকল্পের আওতায় ২৫ জন খামারীর অংশগ্রহণে মাটিরাঙা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি চাকমা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আকতার ববি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন সমাপন চাকমা।

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারলেই সংসারে নিজের অবস্থান তৈরি হবে মন্তব্য করে
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বলেন, প্রশিক্ষণ মানুষকে যোগ্য করে গড়ে তোলে। সাফল্যের পেছনে প্রশিক্ষণ গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। করোনা সংক্রমন প্রতিরোধে সকলকে সামাজিক দুরত্ব নিশ্চিতসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি। তিনি সকলকে অপ্রয়োজনে ঘরের বাইরে না আসারও পরামর্শ দেন।

Exit mobile version