parbattanews

মাটিরাঙায় পৌর কাউন্সিলরসহ আরও ১১জন করোনা আক্রান্ত

ধীরে ধীরে পাহাড়ি জেলা খাগড়াছড়ির মাটিরাঙার বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমন। শহর ছাড়িয়ে করোনার থাবা পড়েছে শহরের বাইরের গ্রামেও।
এবার খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার কাউন্সিলরসহ ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়ির মাটিরাঙায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ ৭ জনকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দিয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকালের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওমর ফারুক জানান, করোনা ভাইরাসে আক্রান্তরা সকলে হোম আইসোলেশনে রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।

Exit mobile version