parbattanews

মাটিরাঙায় বিশেষ ওএমএস বিক্রিতে অনিয়ম বরদাস্ত করা হবে না —মো. হেদায়েত উল্যাহ

করোনাকালীন সংকট মোকাবেলায় অসহায়, দুস্থ, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খোলা বাজারে বিশেষ ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার সামনে বিশেষ ওএমএস এর চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যাহ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য অফিসার রূপঙ্কর চাকমা, মাটিরাঙ্গা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. ইসগর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারের এই বিশেষ কার্যক্রমে কোনও ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যাহ বলেন, যদি এই চাল নিয়ে দুর্নীতির চেষ্টা করেন, তা হলে ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমরা চাই স্বচ্ছতার সাথে এই কার্যক্রম চলুক।

মাটিরাঙ্গা পৌরসভায় তিন জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ১ হাজার ৫০০ জন ভোক্তা ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল ও ১৮ টাকা দরে আটা কিনতে পারবেন বলেও জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যাহ।

Exit mobile version