parbattanews

মাটিরাঙা পৌরসভায় কর্মহীন মানুষ পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী শ্রমজীবী, দুঃস্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে নবম ধাপে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে মাটিরাঙা পৌরসভা।

বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙা পৌরসভা মিলনায়তনে খাদ্য সহায়তা বিতরণ করেন মাটিরাঙা পৌরসভার মেয়র মো. শামছুল হক।

এসময় মাটিরাঙা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আশরাফ উদ্দিন, মাটিরাঙা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী মিয়া ও নারী কাউন্সিলর মায়েনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

মহামারী করোনার প্রধানমন্ত্রী শুরু থেকেই কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মাটিরাঙা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, মহামারী প্রাণঘাতি রূপ ধারণ করেছে।

করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে হবে। যেকোন দুর্যোগে মানুষের পাশে থাকারও ঘোষণা দেন তিনি।

Exit mobile version