parbattanews

মাটিরাঙ্গার আশোকারামা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত 

মাটিরাঙ্গার আশোকারামা বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম ‘কঠিন চীবর দানোৎসব’ পালিত হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) দিনব্যাপী ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠানে ধর্মীয় দ্বেশনা আর ধর্মসভা‘র মধ্য দিয়ে পালিত হয় দিনটি।

উৎসবকে ঘিরে মুখর হয়ে উঠে মাটিরাঙ্গা উপজেলা সদরের কেন্দ্রীয় আশোকারামা বৌদ্ধ বিহারে প্রাঙ্গণ। উৎসবকে ঘিরে বিহার প্রাঙ্গণে ঢল নামে অগণিত পুণ্যার্থীর।‘কঠিন চীবর দানোৎসব’ উপলক্ষ্যে বিহার প্রঙ্গণে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন মানিকছড়ি বৌদ্ধ বিহারের ৬ষ্ঠ সংঘরাজ অধ্যক্ষ সুন্দরা মহাথেরো। দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান উৎসবে ধর্মদ্বেশনা প্রদান করেন মহালছড়ি সিঙ্গিনালা বৌদ্ধ বিহারে অধ্যক্ষ সভনা মহাথেরো।

এছাড়াও মাটিরাঙ্গা কেন্দ্রীয় অশোকারামা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দাচারিয়া মহাথেরো প্রমুখ। ধর্মসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার বৌদ্ধ বিহারের অধ্যক্ষগণ চাইন্দিমা মহাথেরো, সাসনা মহাথেরো, আগাদেম্মা থেরো।

অনুষ্ঠিত ধর্মসভায় বক্তারা বলেন, ধর্মের নামে যারা সন্ত্রাস করছে, পৃথিবীতে মানব জাতীর মধ্যে অশান্তি সৃষ্টি করছে তারা কোন দিন নির্বাণ লাভ করতে পারবে না। কারণ ক্ষমা ও মৈত্রী ভাব যার আছে সে জ্ঞানী। তারা বলেন, পথভ্রষ্ট পথিককে পথ দেখিয়েছেন বৌদ্ধ ভিক্ষু। তিনি শান্তির পথে আহ্বান জানিয়ে সত্যকে মানুষের মাঝে প্রচার করেছেন।

Exit mobile version