মাটিরাঙ্গার ইউপি চেয়ারম্যানদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: তৃলা দেব

fec-image

শপথ গ্রহণের একদিন পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাটিরাঙ্গা উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে সাক্ষাতকালে তারা ফুলেল শুভেচ্ছা জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারকে।

মাটিরাঙ্গার নব-নির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়ে জনগণের কল্যাণে নিয়োজিত থাকার আহ্বান  জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব। তিনি বলেন, জনগণকে মুল্যায়ন করতে হবে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন তাদের সে প্রত্যাশা পূরণে আন্তরিক ভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প গ্রহণে জনমতকে প্রাধান্য দিতে হবে।

মাটিরাঙ্গা উপজেলার ছয় ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানরা তাঁর সাথে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব উন্নয়ন প্রকল্পগ্রহণ সহ সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, সকলে মিলেই মাটিরাঙ্গাকে এগিয়ে নিতে হবে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভািস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম ছাড়াও বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গনি, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহাম্মদ মজুমদার, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ ও মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার হেমেন্দ্র ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গার উন্নয়নের স্বার্থে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ঐক্যবদ্ধ থাকবে জানিয়ে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণসহ দায়িত্ব পালনে প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন