parbattanews

মাটিরাঙ্গার দুই ইটভাটায় জরিমানা

13.03.2016_Matiranga EatVata Jorimana NEWS Pic

সিনিয়র রিপোর্টার:

অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২টি ইটভাটায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দেড় লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরেফিন আখতার নুর ও দেওয়ান মওদুদ আহম্মেদ এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস জানান, মাটিরাঙ্গা সদরের আদর্শগ্রামে ‘ওয়ান স্টার’ ও বেলছড়ির ‘এসএন্ডবি’ ইটভাটায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনাকালে ওই দুটি ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ধারায় দেড়লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালযে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরেফিন আখতার নুর ও দেওয়ান মওদুদ আহম্মেদ।

Exit mobile version