parbattanews

‘মাটিরাঙ্গার দুর্গম এলাকায় চাহিদা সাপেক্ষে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে’

মাটিরাঙ্গা উপজেলায় শতভাগ শিক্ষার্থী স্কুলে গমনের বিষয়টি গুরুত্ব দিয়ে দুর্গম এলাকায় চাহিদা সাপেক্ষে বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেছেন, যতো দুর্গমই হোক সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া হবে। এসময় মাটিরাঙ্গায় পানীয় জলের অভাব পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির খোঁজ খবর নেন তিনি।

সোমবার (২৮ জুন) বেলা ১২টা দিকে মাটিরাঙায় প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মিজ ফারজানা আক্তার ববি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ ও বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

পরে মাটিরাঙ্গা থানা ও মাটিরাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

Exit mobile version