parbattanews

মাটিরাঙ্গার ফেনীছড়া নদীর ভাঙন রোধে এগিয়ে গেল পলাশপুর বিজিবি

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন পলাশ বিজিবি জোনের অধীন দেওয়ানপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় (পিলার নং ২২৩৮/৩০-এস) এর সন্নিকটে ফেনীছড়া নদীর ভাঙনরোধে এগিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবির পলাশপুর জোন।

জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষনের ফলে পলাশ বিজিবি জোনের অধীন দেওয়ানপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় (পিলার নং ২২৩৮/৩০-এস) ফেনীছড়া নদীতে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ফেনীছড়া নদীর ভাঙন রোধে উদ্যোগ গ্রহণ করেন পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ পিএসসি। শুক্রবার দিনব্যাপী তার উপস্থিতিতে বিজিবি জওয়ান ও স্থানীয় শ্রমিকদের সমন্বয়ে ফেনীছড়া নদীর ভাঙন রোধে ব্লক স্থাপন করা হয়।

এবিষয়ে জানতে চাইলে বিজিবির পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ পিএসসি বলেন, প্রবল বর্ষনে সৃষ্ট ভাঙনের ফলে আমাদের দেশের বিশাল অংশ নদীতে তলিয়ে যাচ্ছে। আর তাই শুধু সীমান্ত রক্ষা নয় আমাদের দেশের মাটি রক্ষা করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এ উপলব্ধি থেকেই নিজের দেশের ভুমি রক্ষায় নিজেদের উদ্যোগে ফেনীছড়া নদীতে ব্লক ফেলে ভাঙন রোধের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এজাতীয় জনহিতকর কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version