parbattanews

মাটিরাঙ্গার বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব শুরু

19.11.2015_Kothinchibor Dan News -.pic

সিনিয়র স্টাফ রিপোর্টার :

ব্যাপক আয়োজন আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাটিরাঙ্গার বরঝালা মেত্রী বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ‘কঠিন চীবর দানোৎসব’ শুরু হযেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পঞ্চশীলা প্রার্থনার মধ্য দিযে শুরু হয় কঠিন চবির দানোৎসবের দুইদিনব্যাপী কর্মসূচি। এর পরপরই ফিতা কেটে ‘বেইন বুনে চীবর তৈরীর’ শুভ সুচনা করেন রাঙ্গামাটির সারোয়াতলী রত্নদ্বয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলাজ্যোতি ভান্তে।

এ সময় অন্যান্যের মধ্যে নাইক্যাপাড়া রত্নসিদ্ধি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘজ্যোতি ভান্তে, পটিয়ার ছতর পটুয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহানাম ভান্তে, রাঙ্গামাটির বিলাইছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অভিভু ভান্তে, লক্ষীছড়ির শুকনাছড়ি ভাবনা কুটিরের অধ্যক্ষ ধর্মলঙ্কার ভান্তে, বরঝালা মেত্রী বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান শান্তদর্শী ভান্তে ও বরঝালা মেত্রী বৌদ্ধ বিহারের ভান্তে ভদন্ত সুরিয় মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন বৌদ্ধ বিহারের ধর্মগুরু ও বরঝালা মেত্রী বৌদ্ধ বিহারের শ্রমণ সংঘসহ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জনগন উপস্থিত ছিলেন।

শুক্রবার বরঝালা মেত্রী বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর। চীবর দান অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন টিটো ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Exit mobile version