parbattanews

মাটিরাঙ্গার শীতার্ত মানুষের পাশে পলাশপুর বিজিবি

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সীমান্ত সুরক্ষার পাশাপাশি এবার মাটিরাঙ্গার হত-দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ৪০, বর্ডার গার্ড ব্যাটালিন-বিজিবি পলাশপুর জোন। পলাশপুর জোন নিয়ন্ত্রিত খেদাছড়া, ডিবিপাড়া, আমবাগান ও ঢাকাইয়াপাড়ার হতদরিদ্র শীতার্ত মানুষ বিজিবির দেয়া কম্বলে খুঁজে পেয়েছে উষ্ণতার ছোঁয়া। কম্বল হাতে স্বস্তি আর সুখের হাসি হাসতে দেখা গেছে হতদরিদ্র মানুষের মুখে।

শুক্রবার বিকালের দিকে পলাশপুর জোন সদরে শীতার্ত মানুষের হাতে উষ্ণতার ছোঁয়া হিসেবে শীতের কম্বল তুলে দেন ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল ইসলাম বিজিবিএম, পিএসসি। এসময় পলাশপুর জোনের উপঅধিনায়ক মেজর মো. সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।

৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল ইসলাম বিজিবিএম, পিএসসি সমাজের বিত্তবানদের হতদরিদ্র শীতার্ত মানুষের প্রতি মানবিক সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানান। তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে শীতার্ত মানুষের শীত নিবারনের সুযোগ সৃষ্টি হবে। শীতার্ত মানুষের ভালোভাবে বাঁচার অধিকার আছে মন্তব্য করে বলেন, সবাই এগিয়ে আসলে তারাও বিত্তবানদের মতো ভারোভাবে বাঁচতে পারবে।

ভবিষ্যতেও পলাশপুর জোন অসহায় মানুষের পাশে থাকবে জানিয়ে পলাশপুর জোনের উপঅধিনায়ক মেজর মো. সাব্বির হোসেন বলেন, প্রথম পর্যায়ে পলাশপুর জোন নিয়ন্ত্রিত খেদাছড়া, ডিবিপাড়া, আমবাগান ও ঢাকাইয়াপাড়ার দুই শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Exit mobile version