parbattanews

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, আউট ওব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (আনন্দ) এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আলোক প্রদীপ ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে, সহকারি কমিশনার (ভুমি) মেজবাহ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্জুর মোর্শেদ, মাটিরাঙ্গা থানার (ওসি) মো. জাকারিয়া, আউট ওব স্কুল চিলড্রেনের উপজেলা প্রোগ্রাম সুপারভাইজার সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সভায় বক্তরা বলেন, সাক্ষরতা দিবস উপলক্ষে আগামীর দেশকে আলোর পথে ফিরিয়ে আনতে হবে। একজন শিক্ষিত নাগরিক দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে পারে এবং একজন অশিক্ষিত নাগরিক দেশ ও জাতিকে ধ্বংসের মুখে বিলুপ্ত করতে পারে, তাই আমাদের সকলের শিক্ষার দিকে সচেতন হ‌তে হ‌বে। ম্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশকে শিক্ষায় এগিয়ে নিতে শিক্ষার হার বাড়াতে সচেষ্ট এবং বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে বলে জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিব, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

Exit mobile version