parbattanews

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

আসুন ‘দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলার প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুর রহিম প্রমুখ।

অতিরিক্ত ক্লাসের নামে কোচিং বানিজ্যকে দুর্নীতি বলে মন্তব্য করে সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, আর্থিক সুবিধা প্রাপ্তির আশায় শিক্ষকেরা দুর্নীতিতে জড়িয়ে পড়লে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটনে তরুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুনদের হাত ধরেই দুর্নীতি মুক্ত সমাজের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

Exit mobile version