parbattanews

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

’আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই’ এ শ্লোগানের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. কেফায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও সদস্য মো. মানিক মিয়া প্রমুখ।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

Exit mobile version