parbattanews

মাটিরাঙ্গায় আরো পাঁচ পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙণের মুখে পড়ে ঝুঁকিতে থাকা চার পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার একদিন পর সোমবার আরো পাঁচ পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান’র নেতৃত্বে ঝুঁকিপুর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

গত দুই দিনের টানা বর্ষনে ধলিয়া খালের ভাঙনে আরো অনেক অধিবাসী ঝুঁকিতে আছে এমন খবরে ঘটনাস্থল মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভুইয়াপাড়া পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল রানা, মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মো. ফরিদ উদ্দিনসহ ও যুব রেডক্রিসেন্টের সদস্যরা তার সাথে ছিলেন।

ভাঙনের ঝুঁকিতে থাকা ঘটনাস্থল পরিদর্শন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় ঝুঁকিতে থাকা পাঁচ পরিবারকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনেন।

সেখানে আশ্রিতদের থাকা-খাওয়াসহ সবধরনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, সম্পত্তির চেয়ে জীবনের মুল্য অনেক বেশি। বেঁচে থাকলে সহায়-সম্পত্তি হবে। আগে বাঁচতে হবে। তাই তাদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে আমরা ফিরতে পারিনা বলেই তাদেরকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, টানা বর্ষণে ধলিয়া খালে ব্যাপক ভাঙণের সৃষ্টি হয়। এতে সেখানে বসবাসকারীদের অনেকই ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোন সময় বড় ধরনের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

Exit mobile version