মাটিরাঙ্গায় ইউপিডিএফ‘র ১৫ নেতাকর্মী আটক

ইউপিডিএফ

সিনিয়র স্টাফ রিপোর্টার :
পাবর্ত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের কামিনী মেম্বার পাড়া এলাকায় একটি চাঁদের গাড়িতে তল্লাশী করে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ‘র ১৫ নেতাকর্মীকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, খাগড়াছড়ি সদর উপজেলার পশ্চিম গোলাবাড়ী এলাকার মৃত-পুবধা ত্রিপুরার ছেলে জ্ঞানেন্দ্র ত্রিপুরা (৪২), চম্পাঘাট এলাকার বিকিরণ চাকমার ছেলে তপন চাকমা (৪২), মাটিরাঙ্গা সদর উপজেলার বোলা হাজাপাড়ার দইয়ার কৃষ্ণ ত্রিপুরার ছেলে পলাশ ত্রিপুরা (২৮), খাগড়াছড়ি সদরের আকবারী পাড়ার জলকুমার ত্রিপুরার ছেলে জয় ত্রিপুরা (২৯), চম্পাঘাট এলাকার কল্যাণময় খাসীর ছেলে সুভাশীষ খীসা (৩৫), খাগড়াছড়ি সদরের মঙ্গারামপাড়ার হিরাময় ত্রিপুরার ছেলে সুমেস ত্রিপুরা (২৫), মাটিরাঙ্গার বোলা হাজাপাড়ার নিরু বিকাশ ত্রিপুরার ছেলে বানর ত্রিপুরা (২৮), খাগড়াছড়ি সদরের আকবারী পাড়ার খান কুমার ত্রিপুরার ছেলে জেনি ত্রিপুরা (২৯), মাটিরাঙ্গার বোলা হাজাপাড়ার অখিন কুমার ত্রিপুরার ছেলে রূপণ ত্রিপুরা (৩৫), পূর্ব চন্দ্র ত্রিপুরার ছেলে মিলন কান্তি ত্রিপুরা (২৫), খাগড়াছড়ি সদরের চম্পাঘাট এলাকার লপেন কিশোর ত্রিপুরার ছেলে জগত কুমার ত্রিপুরা (৩৫), মাটিরাঙ্গার আশুতোস কার্বারীপাড়ার শুধাহরণ চাকমার ছেলে সুনীতি বিকাশ চাকমা (৩৮), খাগড়াছড়ি সদরের বিচিতলা এলাকার জতি তালুকদারের ছেলে দুলাল মনি চাকমা (২১), লগেন্দ্র ত্রিপুরার ছেলে কান্তি ত্রিপুরা (২৪), মাটিরাঙ্গার রাম দয়াল কার্বারী পাড়ার রাম দয়াল কার্বারীর ছেলে মনো বিকাশ ত্রিপুরা (৩২)।

জানা গেছে, নাশকতা সৃষ্টির উদ্দ্যেশ্যে ঘটনার দিন তারা শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ‘র সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে মাটিরাঙ্গা সদরের খুব কাছাকাছি গভীর জঙ্গলে বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। নিরাপত্তাবাহিনীর সদস্যদের ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ‘র সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে যাওয়ার আগেই সশস্ত্র সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় ইউপিডিএফ‘র ১৫ নেতাকর্মীকে আটক করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

মাটিরাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মো: জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন