parbattanews

মাটিরাঙ্গায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ বিতরণ

03.01

সিনিয়র রিপোর্টার:

ঋণের সদ্বব্যাবহারের মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, সরকারি অর্থেই বদলে যেতে পারে তৃণমুল জনগোষ্ঠির জীবনমান। তবে গৃহীত ঋণের সদ্ব্যাবহার ঘটাতে হবে। শাড়ি বা গহণা না কিনে আংবর্ধনমূলক কাজে ঋণের অর্থ ব্যবহার করতে হবে।

রোববার বিকালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন ৮টি সমিতির উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী খুশি কৃষ্ণ ত্রিপুরা‘র সভাপতিত্ব মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আবুল কাশেম, মাটিরাঙ্গা প্রেস ক্লাব‘র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার দয়াল চন্দ্র চাকমা।

ঋণ বিতরণী অনুষ্ঠানে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় মাটিরাঙ্গা উপজেলার ৮ টি গ্রাম উন্নয়ন সমিতির ৬৮ জন সদস্যের মাঝে ১০ লাখ ৮৯ হাজার টাকা ঋণের অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

Exit mobile version