parbattanews

মাটিরাঙ্গায় ওএমএস কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

বাজারে চালের মুল্য বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের জন্য কম মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিত করতে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

কার্যক্রমের উদ্বোধন শেষে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী বলেন, বাজারে চালের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ওএমএস  কার্যক্রম চালু করা হয়েছে। ওএমএস‘র মাধ্যমে বাজারে চালের মুল্য স্থিতিশীল থাকবে বলে মন্তব্য করে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে বাজারে চালের মূল্য স্থিতিশীল হয়ে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, খাদ্য পরিদর্শক নীল বরণ চাকমা ও ওএমএস ডিলার মো. নুরুল আলম উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা খাদ্য পরিদর্শক নলি বরণ চাকমা জানান, ওএমএস কার্যক্রমের আওতায় ৩০টাকা কেজি চাল ক্রয় করতে পারবে সাধারণ মানুষ। মাটিরাঙ্গার তিনটি পয়েন্টে ৩ জন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে।

Exit mobile version