parbattanews

মাটিরাঙ্গায় কম্পিউটার ও চিকিৎসা প্রশিক্ষণের সনদ বিতরণ

11.05.2016_Matiranga Zne Certificate Distribution News Pic-02

সিনিয়র রিপোর্টার:

মাটিরাঙ্গা জোন সদরে মাটিরাঙ্গা জোন পরিচালিত দু‘মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ ও দেড়মাসব্যাপী কমিউনিটি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদ বিতরণী করা হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মীর কামরুল হাসান, পিএসসি-জি অর্জিত শিক্ষাকে নিজেদের পরিবারের পাশাপাশি সমাজের কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, প্রশিক্ষণ জীবনে নতুন দিনের সূচনা করে। প্রশিক্ষণকে জনকল্যাণে ব্যায় করতে হবে। এ সময় তিনি পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠির উন্নয়নে মাটিরাঙ্গা জোন কর্তৃক গৃহিত বিভিন্ন জনকল্যাণমূখী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, সেনাবাহিনী পাহাড়ের মানুষের জন্যই কাজ করছে। এ সবের সুফল জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।

মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মো. শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌরসবার মেয়র মো. শামছুল হক। অনুষ্ঠানে ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম ভুইয়াসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি কম্পিউটার ও কমিউনিটি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণদের মাঝে সনদপ্রত্র বিতরণ করেন।

Exit mobile version