parbattanews

মাটিরাঙ্গায় চাঁদা কালেক্টর আটক

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে চাঁদা আদায়কালে মো. ওয়াহিদুজ্জামান (৩২) নামে এক চাঁদা কালেক্টরকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। সে মাটিরাঙ্গার পলাশপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, রোববার(৫ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে ব্যবসায়ীদের চাঁদা আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী ও পুলিশ তাকে মাটিরাঙ্গা বাজার থেকে আটক করে।

এসময় তার কাছ থেকে চুক্তিবিরোধী ইউপিডিএফ’র চাঁদা আদায়ের দুটি রশিদ ও নগদ ৯’শ ৩০টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক মো. ওয়াহিদুজ্জামানকে বিকালের দিকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে।

জানা গেছে, ভাড়ায় চালিত মোটর সাইকেল চালানোর পাশাপাশি মো. ওয়াহিদুজ্জামান দীর্ঘদিন ধরে ইউপিডিএফ’র পক্ষে ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করতো।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন বলেন, আটক মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Exit mobile version