parbattanews

মাটিরাঙ্গায় জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ইতি-বীথি

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সদ্য ঘোষিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাটিরাঙ্গার ইতি-বীথি। মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আবদুল মালেক ও সহকারী শিক্ষিকা রহিমা বেগম দম্পতির দুই কন্যার এ ফলাফলে খুশির বন্যা বইছে শিক্ষক দম্পতি পরিবারের।

মেহেরুন নাহার ইতি ও নিশাত তাসনিম বীথি চলতি বছরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে।

এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় বলে পার্বত্যনিউজকে জানায় মেহেরুন নাহার ইতি ও নিশাত তাসনিম বীথি। ভবিষ্যতেও জীবনের প্রতিটি পরীক্ষায় সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় জেএসসি জয়ী দুই বোন ইতি-বীথি।

দুই মেয়ের সাফল্যের অনুভুতি কি জানতে চাইলে স্কুল শিক্ষক মো. আবদুল মালেক সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আমি চাই মেয়েরা উচ্চ শিক্ষিত হয়ে দেশের প্রয়োজনে কাজ করবে। অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

Exit mobile version