parbattanews

মাটিরাঙ্গায় ঝুঁকিতে থাকা চার পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙণের মুখে পড়ে ঝুঁকিতে থাকা চার পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। রোববার বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমানের নেতৃত্বে ঝুঁকিপুর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান জানান, টানা বর্ষনের ফলে বিভিন্ন স্থানে পাহাড় ধসের পাশাপাশি ধলিয়া খালে তীব্র ভাঙন দেখা দেয়। এতে করে মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভুইয়া পাড়া এলাকায় ধলিয়া খালেও ব্যাপক ভাঙন দেখা দেয়।

রোববার বিকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও মাটিরাঙা জোনের সদস্যরা তার সাথে ছিলেন। পরিদর্শন শেষে জানমালের ক্ষতির আশঙ্কায় তাদেরকে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে আশ্রিতদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান।

মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন জানান, মারাত্বক ঝুঁকি জেনেও ঝুঁকিতে থাকা লোকজন আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হচ্ছেনা। অবস্থার উন্নতি হলে তাদেরকে স্ব স্ব বাড়ি ঘরে ফিরতে দেয়া হবে এমনটা বুঝিয়ে তাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

Exit mobile version