মাটিরাঙ্গায় তিন মেয়র ও ৪৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

fec-image

চতুর্থ ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে তিন জন ও কাউন্সিলর পদে ৪৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মেয়র পদে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মো. শামছুল হক, বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহ জালাল কাজল। এর আগেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রাজু আহম্মেদ জানান, তিনজন মেয়র প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলেও জানান তিনি।

সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ডে পাঁচ জন, ২নং ওয়ার্ডে দুই জন, ৩নং ওয়ার্ডে চারজন, ৪নং ওয়ার্ডে ছয়জন, ৫নং ওয়ার্ডে তিনজন, ৬নং ওয়ার্ডে পাঁচজন, ৭নং ওয়ার্ডে চারজন, ৮নং ওয়ার্ডে সাতজন ও ৯নং ওয়ার্ডে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং সংরক্ষিত ওয়ার্ডে দুইজন, ২নং সংরক্ষিত ওয়ার্ডে তিনজন ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডে একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ‘খ’ শ্রেণির এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৬৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮০৬জন ও নারী ভোটার ৯ হাজার ১৬৯জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, নির্বাচন, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন