parbattanews

মাটিরাঙ্গায় তিন লাখ টাকার অবৈধ কাঠ আটক করেছে বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন দেওয়ানবাজার আব্বাস সর্দারপাড়া হতে বিভিন্ন প্রজাতির ৬১৫ ঘনফুট গোল কাঠ আটক করেছে। আটককৃত কাঠের আনুমানিক মূল্য ৩,০৭৩২০/- (তিন লক্ষ সাত হাজার বিশ টাকা) বলে বন বিভাগ সুত্রে জানা গেছে।
আজ শুক্রবার ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানবাজার এলকায় অভিযান চালিয়ে কাঠগুলো আটক করে। এসময় কাঠ পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
বিজিবি‘র সূত্রে জানা যায়, কাঠপাচারকারী একটি সংঘবদ্ধ দল বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যেই কাঠগুলো উল্লেখিত স্থানে একত্রিত করেছিল। আটককৃত কাঠ মাটিরাঙ্গা রেঞ্জ অফিসে জমা করা হয়েছে। মাটিরাঙ্গায় ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র নিয়ন্ত্রিত এলাকায় এ ধরনের অবৈধ কাঠপাচার রোধে বিজিবির টহল তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজিবি সুত্র নিশ্চিত করেছে।
 
 
Exit mobile version