parbattanews

মাটিরাঙ্গায় তিন হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার পরিবেশন ও অতিরিক্ত দাম রাখাসহ মূল্য তালিকা না থাকার দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তিন হোটেলকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন খাবারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ফারুক হোটেলকে ১০ হাজার, বিআরটিসি হোটেলকে ১০ হাজার ও হাজী হোটেলের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এসব হোটেল মালিককে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, শহরের খাবার হোটেলগুলোতে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের অতিরিক্ত দাম রাখার বিষয়ে অভিযোগ এসেছিল। তারই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিন হোটেলকে জরিমানা করা হয়। পরবর্তীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version