parbattanews

মাটিরাঙ্গায় দারিদ্র বিমোচনে সেইফের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার(৩১ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধান, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দায়িত্ব) সৈয়দ শামসুল তাবরীজ।

কর্মশালার শুরুতেই কর্মশালার উদ্দেশ্য ও করনীয় শীর্ষক বিষয়সমূহ উপস্থাপন করেন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর এসএমও মো. আবু আযম। খাগড়াছড়ি টিটিসি’র কর্মকর্তা আলোক প্রদীপ ত্রিপুরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ নিয়ে কর্মশালায় গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন।

দিনব্যাপী কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোতাসিন বিল্লাহ, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ সদস্য অমৃত ত্রিপুরা প্রমুখ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দায়িত্ব) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এ অবস্থায় আমরা পিছিয়ে থাকতে পারিনা। দেশের সাথে সাথে আমাদেরও এগিয়ে যেতে হবে। এজন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। দেমের মানুষকে আত্বনির্ভরশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার বেকারত্ব দুরীকরনের লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে আত্বকর্মী হিসেবে গড়ে তুলছে।

প্রসঙ্গত, ‘দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পায়াকট বাংলাদেশ-এর সহযোগিতায় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)’ বাস্তবায়ন করছে।

Exit mobile version