parbattanews

মাটিরাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

মাটিরাঙ্গায় বিভিন্ন কীটনাশকের দোকানে আকষ্মিক অভিযান চালিয়ে দুই দোকানীকে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৫১ ধারা মতে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী মাটিরাঙ্গা বাজারের অভিযান পরিচালনা করেন। এসময় মাটিরাঙ্গা উপজেরা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম মিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে হাবিব স্টোরকে পাঁচ হাজার ও খালেক স্টোর নামের অপর প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী।

Exit mobile version