parbattanews

মাটিরাঙ্গায় নতুন বই হাতে ক্ষুদে শিক্ষার্থীদের উল্লাস

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা সমূহে ‘বই উৎসব’ পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধ শুকে, নতুন একটি শিক্ষা বছর শুরু করেছে এখানকার শিক্ষার্থীরা। নতুন বই হাতে ক্ষুদে শিক্ষার্থীদের পথে পথে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।

সোববার সকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে মাটিরাঙ্গায় বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সমাবেশ চাকমা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কমল জ্যোতি চাকমা ও মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর পরপরই কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনে বই উৎসব উদযাপন করেন। এসময় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কমল জ্যোতি চাকমা ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৮ শিক্ষাবর্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১’শ ২২টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৯০ হাজার ৬শ নতুন মলাটের নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলেও জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ।

Exit mobile version