parbattanews

মাটিরাঙ্গায় নিরাপত্তাবাহিনীর অভিযানে দুই ট্রাক অবৈধ কাঠ আটক

31-12-2016matiranga-news-pic-04

নিজস্ব প্রতিবেদক:

মাটিরাঙ্গায় পাচারকালে অবৈধ কাঠ বোঝাই দুটি ট্রাক আটক করেছে নিরাপত্তাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর রাহাত আহমেদ’র নেতৃত্বে নিরাপত্তাবাহিনীর একটি টহল দল শুক্রবার রাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার ওয়াছু রাবার বাগান এলাকা থেকে অবৈধ আম কাঠ বোঝাই ট্রাক দুটি আটক করেন। তবে এসময় কাঠ পাচারের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি।

এদিকে অবৈধ কাঠসহ ট্রাক দুটি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তাবাহিনী কর্তৃক অবৈধ আম কাঠসহ ট্রাক দুটি আটকের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জার মো. মোশাররফ হোসেন জানান আটক অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

আটককৃত কাঠের পরিমান প্রায় ৪শ ৫০ ফুট নিশ্চিত করে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জার মো. মোশাররফ হোসেন জানান এর বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো. আমির হোসেন অবৈধ ভাবে এসব কাঠ সমতলে নিয়ে যাচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

Exit mobile version