parbattanews

মাটিরাঙ্গায় নয় মোটরসাইকেল চালককে জরিমানা

অতিরিক্ত যাত্রী পরিবহন ও হেলমেট ব্যবহার না করার অপরাধে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নয় মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন স্থানে ভাম্যমান আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অতিরিক্ত যাত্রী পরিবহন ও হেলমেট ব্যবহার না করার অপরাধে ২০১৮ এর সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় নয় মোটরসাইকেল চালককে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে মাটিরাঙ্গার ট্রাফিক পরিদর্শক মো. জয়নাল আবদিন ও মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে অন্তত ত্রিশ জন মোটর সাইকেল চালককে মৌখিকভাবে সতর্ক করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ। ভাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে সকলকে সড়ক ও ট্রাফিক আইন মেনে চলা উচিত। তিনি বলেন, মানুষের জীবন রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মোটর সাইকেল চালাতে হবে।

Exit mobile version