parbattanews

মাটিরাঙ্গায় প্রতিমা বিসর্জন

মহাদশমীতে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জনের মধ্যে দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিনের মিলন মেলা। দুর্গার বিদায় উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন পুজা মন্ডপে বেজে উঠে বিদায়ের সুর।

সোমবার (২৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে মাটিরাঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকে করে প্রতিমা নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে পূজারী ও ভক্তরা জড়ো হতে শুরু করেন ধরিয়া খালের চৌধুরী ঘাটে। এসময় ‘জয়, দুর্গা মায়ের জয়’ বলে একের পর এক প্রতিমা ভাসিয়ে দেওয়া হয় ধলিয়া খালে। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন যেন মিলনমেলায় পরিণত হয়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান, শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন দিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনে পুলিশ সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছে।

Exit mobile version