parbattanews

মাটিরাঙ্গায় ফল চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

ফল গাছের পরিচর্চা ও অধিক ফল উৎপাদনের কৌশল বিষয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফল চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার(ফেব্রুয়ারি) মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে এ কর্মশালার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের ফল চাষের নানাধিক নিয়ে পরামর্শ প্রদান করেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কাশেম। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম মিয়া স্বাগত বক্তব্য রাখেন।

কর্মশালায় চাষীদের যথাসময়ে ফল গাছের পরামর্শ দিয়ে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, পরিচর্চা করলেই ভালো ফলন পাওয়া সম্ভব। ফলজ বাগানকে সন্তানের সাথে তুলনা করে তিনি বলেন, একটি ভালো মানের ফলজ বাগান একাধিক সন্তানের মতোই দায়িত্ব পালনে ভুমিকা রাখে।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ের অন্তত ৬০জন বানিজ্যিক ফল চাষী অংশগ্রহণ করেন বলে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তঅ মো. শাহ আলম মিয়া বলেন, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version