parbattanews

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে 'বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন' বিষয়ে বক্তব্য

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক অনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল সাজে শোভাযাত্রাটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন ভূইঁয়া, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আবুল হাসেম প্রমুখ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক- সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version