parbattanews

মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহতের পরিবারের পাশে প্রশাসন

03.04

সিনিয়র রিপোর্টার:

মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত সাবেক সেনা সদস্য মৃণাল কান্তি ত্রিপুরা প্রকাশ মিন্টু ত্রিপুরা‘র পরিবারকে খাগড়াছড়ি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন জিআর তহবিল হতে অর্থ প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে অনুষ্ঠানের মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম মশিউর রহমান তার কার্যালয়ে নিহত মিন্টু ত্রিপুরার স্ত্রী সরজা ত্রিপুরার হাতে অনুদানের বিশ হাজার টাকার চেক তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হক ও নিহতের ছেলে মিহির বিকাশ ত্রিপুরাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ সন্ধ্যা দিকে আকস্মিক বজ্রপাতে সোলার প্যানেলের ব্যাটারি বিস্ফোরণে ঘটলে ঘটনাস্থঔেন মারা যান সাবেক সেনা সদস্য মৃণাল কান্তি ত্রিপুরা প্রকাশ মিন্টু ত্রিপুরা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরন্দ্রে হেডম্যান পাড়ার নিজ বাড়িতেই।

Exit mobile version