parbattanews

মাটিরাঙ্গায় বসতবাড়ি পুড়ে ছাই

30.04.2017_Matiranga Agnikando NEWS Pic

নিজস্ব প্রতিনিধি, মাটিরাঙ্গা:

মাটিরাঙ্গায় আগুনে পুড়ে গেছে বসতবাড়ি। রোববার বিকাল ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ইছাছড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকাল ৫টার দিকে আগুণের সুত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পরপরই ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ক্যাপ্টেন মো. তারিকুল ইসলামের নেতৃত্বে নিরাপত্তাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততোক্ষণে বসতবাড়ির দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

বসতবাড়ির দুটি ঘর সহ ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা সহ অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

রান্না ঘর থেকে আগুণের সূত্রপাতা হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারনা করলেও ভূমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে জনৈক গোলাম রাব্বানী তাদের বসত ঘরে অগ্নিসংযোগ করে থাকতে পারে বলে অভিযোগ করেছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্য শাহ পরানের ছোট ভাই মো. নুরুল আলম।

মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বা কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষেই বেরিয়ে আসবে। তার আগে কিছু মন্তব্য করা ঠিক হবেনা।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো, অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version